কেবল নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা
সব সময় ফল দেয় না;
পেছনের কিছু কারুকাজ ছাড়া
কর্মযজ্ঞ আমলে নেয় না।


পরিবর্তিত সমাজ ব্যবস্থায়
নীতি কথায় চিড়ে ভিজে না;
সত্য মিথ্যের দোলাচলে
জীবন চলে না ।


চলতি পথে
মুখোশ ছাড়া, মানুষ মেলে না;
আত্মবিশ্বাসে ভর করে
পথ শেষ হয় না ।


প্রচেষ্টার চিরচেনা সুত্র
সমীকরণে ফেলা যায় না;
ফর্মুলায় পরিবর্তন ছাড়া
জীবনের অঙ্ক মেলানো যায় না ।


এখনো সময় আছে
নুতন প্রজন্মের শিক্ষা;
নীতি কিংবা আদর্শ
নয় কোন মৌলিক দীক্ষা ।


প্রেক্ষাপটঃ জীবন থেকে নেয়া শিক্ষায়, হতাশায় ভর করা মধ্য বয়সী এক প্রজন্মের স্বীকারোক্তি


জুন ২৫, ২০১৮
মিরপুর, ঢাকা