তুমি চেয়ে থাক তাই
আমি পথে হেটে যাই
হেটে যেতে যেতে আমি বহুদূর;
বহুদূর চলে যেতে চাই।

তুমি নিস্প্রান থাক তাই
হৃদস্পন্দন খুঁজে না পাই
একবার নয়, বার বার হাত বাড়াই
কেছে থেকেও কিছু একটা হারাই।

তুমি অন্যমনস্ক থাক তাই
নিঃশ্বাসের ছোঁয়া না পাই
না পেতে পেতে আমি বিমর্ষ;
বিমর্ষ হয়ে যাই ।

তুমি নিজে নিজের মধ্যে থাক না তাই
আমি আমার থেকে বিচ্ছিন হয়ে যাই
একাকীত্বের দহনে দহনে
পুড়ে ছাড়খার হয়ে যাই ।

তুমি বার বার ডাক দাও তাই
আমি যাত্রাবিরতি পাই
বিরতিতে অস্থিরতা হারাই
আমি আবার ফিরে আসতে চাই।

কক্সবাজার
জানুয়ারি ২০, ২০১৯