দুশিন্তা গুলো সব সময়
পাহাড়া দিয়ে রাখে
আগলে রাখে খুব যত্ন করে
যেন বা সুখ আমায় ছিনিয়ে নেবে


মৃত্যুও ঘাড়ের ওপর
নিঃশ্বাস ফেলে সারাক্ষন
বেঁচে থাকার ইচ্ছেগুলো নিয়ন্ত্রণ করে
নিয়ন্ত্রিত স্বাধীনতা যাকে বলে


খুটিতে বাঁধা ছাগল যেমন
স্বাধীনতা উপভোগ করে
জীবনকে আমার তেমনই মনে হয়
ঈশ্বরের নিয়ন্ত্রণে মুক্ত জীবন


ঈশ্বর, পৃথিবী নামক গ্রহ
পরাশক্তির দেশ
নিজ দেশের আইন, নিয়ম কানুন
সমাজ, অফিস, পরিবার


সর্বশেষে নিজেই নিজের দ্বারা নিয়ন্ত্রিত


নিয়ন্ত্রিত হতে হতে
আমি ক্লান্ত, পরিশ্রান্ত
আমি নিঃস্ব, সর্বস্বান্ত
আমি প্রায় অস্তিত্বহীন একটি বিন্দু ছাড়া আর কিছুই না


মিরপুর, ঢাকা
নভেম্বর ৩০, ২০২০