অপেক্ষা গুলোই
আমাকে নিয়ন্ত্রন করে
আমাকে আমার থেকে দূরে সরিয়ে রাখে
কোলাহলের মধ্যেও একাকীত্ব তৈরি করে
নিজেকে খুঁজে পাই না
নিয়ন্ত্রনহীন অপেক্ষা


কোন কোন অপেক্ষা
কুচি কুচি করে, ছিঁড়ে
এবড়ো থেবড়ো করে দেয়
অসীম অস্তিত্বকে চ্যালেঞ্জ করে
একবার নয় বার বার
শুরু থেকে শেষ অবধি


কোন অপেক্ষা
শুন্যতার আনন্দ তৈরি করে
বেহিসেবী উপভোগের মাত্রা বাড়িয়ে দেয়
অদৃশ্য এক ইমেজে বৃত্তবন্দী করে
বৃত্তের ঘোরাটেপে চলমান
যেন বা অনন্তকাল


কোন অপেক্ষা দহনের পাটাতন
দাউ দাউ করে জ্বলে
দূর সীমানায় ক্ষুদ্র আলোর ঝলকানি
ধরা ছোঁয়ার বাইরে নয়
নাগালের মধ্যে থেকেও ছুঁতে পারি না
ছুঁয়ে দেয়ার ইচ্ছেয় নিদ্রাহীন রাত্রি যাপন


অপেক্ষাগুলো অপেক্ষার চাঁদরে ঢাকা
লাগামহীন
বিরতিহীন
নিয়ন্ত্রণহীন
কনকণে হিম করে দেয়া
জমাট বাঁধা রক্ত


কক্সবাজার
জানুয়ারি ১০, ২০১৯