নক্ষত্রের ভিড়ে দেখেছি
অন্ধকার গিলে খাওয়া চাঁদ
তবুও জীবনের জমিনে প্রতিনিয়ত চলে
শষ্যবিহীন আগাছার আবাদ


আমার আকাঙ্ক্ষার
যুগল চোখে জল
ভুলের মাসুলে বিস্তৃত জীবন
নিষাধাজ্ঞার পুনরাবৃত্তি যেমন গন্ধব ফল


স্বাধীনতায় পরাধীন পাখিরা
আকাশে ভাসে উন্মুক্ত হাওয়ার ব্যাকুলতায়
অপরিপক্ক ভাবনাগুলো কারাগারে
নিঃশ্বাসে, বিশ্বাসে পুনঃজন্ম বাস্তবতায়


রাতের বিবর্ণ আধারে
লক্ষ্যহীন স্বপ্নের বুবন; বারংবার
একেশ্বরবাদের সাথে কথোপকথন
নিরুত্তাপ সময়, তবুও নেই পথ হারাবার


সেপ্টেম্বর ৩, ২০২১
মিরপুর, ঢাকা
বিকেল ৩টা