রাত্রিরা শুয়ে থাকে
আমার দেহের পাশে
নিশ্চিত আশ্বাসে প্রতিদিনের সহবাস


একে অপরকে জড়িয়ে থাকি
প্রত্যাশা হীন সময়কে
সযত্নে আগলে রাখি


ভোরের নিষ্ঠুর আলোয়
রাত্রির গোপন পলায়ন
আবার আহ্বান ঘুণে ধরা জীবন


নিরন্তর ছুটে চলা
ক্লান্ত পরিশ্রান্ত দেহ
তবুও রাত্রির আহ্বান নির্মোহ


মৃত্যুঞ্জয়ী রাত্রিদের
লোভনীয় বসবাস
প্রাণহীন খোলসই চিরস্থায়ী আবাস


হুইস্কির বোতলে চুমুক
রাত্রির অবগাহন
প্রত্যক্ষ সাক্ষী সময়ের ক্ষন


রাত্রিরা ফিরে ফিরে আসে
আসতেই থাকবে, প্রতিদিন
বেঁচে আছি যতদিন


কক্সবাজার
নভেম্বর ২৬, ২০১৮