ইচ্ছে ছিল না
আগ্রহও ছিল না
নরকের কপাট খুলে, বিস্ময়ে হতবাক!!
যন্ত্রণা দগ্ধ কান্নার আওয়াজ
দাউ দাউ আগুনে ভস্ম শরীর
কলিজা পোড়া গন্ধ
চারদিকে একে অপরের গালমন্দ;
হুরপরি গুলো  স্বর্গের দিকে যায়
দূর থেকে দেখতে নিষেধ নেই
ছুঁয়ে দেখার অনুমতি নেই।


চারদিকে বলাবলি
আজ না হয় কাল, স্বর্গ যাত্রা
নিশ্চিত নিয়মাবলী;
অপেক্ষায় অপেক্ষায়
শাস্তির মাত্রা আরও এক ধাপ
একটি অপরাধ এখনো হয়নি মাপ;
নরক থেকে স্বর্গের দূরত্ব কত
জানা নেই
ঈশ্বরের কাছে নাকি জিজ্ঞাসা করতে নেই;
নরকের দারোয়ান
নিঃশ্বাসের খুব কাছে থাকে
পাহারায় দাড়িয়ে আছে প্রতি ধাপে।


তৃষ্ণায় বুক ফাটে
এক ফোটা পানির অভাবে
কপালে জমাট ঘাম অচেতনে চাটে;
কাক ডাকা ভোর না হতেই
ঘুম ভাঙে
নরক দর্শন, আর
স্বর্গ যাত্রার ইচ্ছের আকাঙ্ক্ষা মেটে।
সারি সারি নরক যন্ত্রণা
তখনো পেছনে ছোটে
বুক পকেটে এক টুকরো
স্বর্গ নিয়ে, সুখ বিলাসে হাটে
দুটোরই দেখা মেলে
এক জীবনের মাঠে ।


সেপ্টেম্বর ১৩, ২০১৮
কক্সবাজার