সংস্কৃতির ভিন্নতা, মূল্যবোধের ভিন্নতা
খাপ খাওয়ানোর নেই প্রবনতা;
ভাষা, আচরনের ক্ষয় নেই, উদ্ধত নিজস্বতা
কেবল চোখে মুখে অসহায়ত্বের মলিনতা ।


দহনে দহনে পোড়ে জন্মের স্বাধীনতা
মানুষের অসীম ক্ষমতাগুলোর প্রজ্বলিত ক্ষুদ্রতা;
মানবতার শৃঙ্খলে বন্দী মানব প্রেম, প্রকৃতির কোমলতা
জন্মনেয়া শিশুটির কান্নায় প্রতিধ্বনিত হয়, পরাধীনতা।


সারি সারি দাঁড়ানো নারী পুরুষ রিলিফ দাস
নিজের অজান্তে গলায় পরে, ‘মানবিক ফাঁস’
হাত ফসকে হারিয়ে যায়, ‘মানুষ নামে জন্মের আশ’
ছুড়ে দেয়া চালের বস্তায় থাকে, ‘খয়রাতি অট্টহাঁসি একরাশ’।


জীবন নেই, প্রান নেই, প্রেম নেই
বেঁচে থাকার নিরন্তর প্রচেষ্টার ছুটি নেই;
প্রকৃতির নিয়মে জন্ম দেয়া নিস্তার নেই
বর্তমানের এই মুহূর্ত ছাড়া, ভবিষ্যৎ বলে কিছু নেই।


মানবিক সম্পর্কে পরিবর্তনের নীতি
রিলিফ কেন্দ্রিক টানাপোড়ন, ইচ্ছের মতিগতি;
জৈবিক আচরণের কিছুটা ধীরগতি কিংবা ইতি
গুণ কীর্তনে ব্যস্ত, সকালে বিকালে আয়োজন কত মহতী।


চাপা পড়া ক্ষোভে জ্বলে রোহিঙ্গা যুব মন
রিলিফের ভারে ভারাক্রান্ত সম্পর্কের ওজন;
চাল ডাল তেল নুন, লোভে লোভে কিছুদিন
সংস্কৃতি ভিন্নতা সমাজের বীভৎসতা আসবেই একদিন।


কেন রোহিঙ্গ উদ্বাস্তু, কেন রোহিঙ্গা ক্যাম্প?
কেন স্বাধীনতা হরণ, কেনই বা মানবতার বিপর্যয় ?
প্রশ্নগুলো বাতাসে উড়ে
নেতারা সব দিনের পর দিন মিটিং করে।


জুলাই ২৬, ২০১৮
মিরপুর, ঢাকা