তপ্ত রোদে
শহরের এপ্রান্ত থেকে অপ্রান্ত হেঁটেছি
তোমার ছায়াকে দেখে শান্তনা পেয়েছি
এক পলক বিশ্রাম নিয়ে আবার উঠে দাঁড়িয়েছি
অবিরাম আকাশ দেখেছি।


ঘাম বেঁচে স্বপ্ন আগলে রেখেছি
সূর্যয়ের আলোয় দগ্ধ হয়েছি
চাঁদের শীতলতায় তোমার শরীরের ওম পেয়েছি
এতটা কাল, অবিরাম আকাশ দেখেছি।


অজানা আশঙ্কা জড়িয়ে উৎকণ্ঠিত হয়েছি
জীবনের দুর্বোধ্য কবিতায় নিমগ্ন থেকেছি
সময়ের অসময়ের কান্না লুকিয়ে রেখেছি
তারপরও, অবিরাম আকাশ দেখেছি।


শুন্যের দেয়ালে বন্দী থেকেছি
অভিমানে রাত জেগে ডায়েরি লিখেছি
উদাসি মনকে নিয়ন্ত্রনে রেখেছি
একটি দিনের অপেক্ষায়, অবিরাম আকাশ দেখেছি।


তোমার নিঃশ্বাসের খুব কাছে এসেছি
স্বপ্ন এবং তুমি দুজনকেই কাছে পেয়েছি
একজন নাকি দুজনকেই হারিয়েছি?
আজও কেন, অবিরাম আকাশ দেখছি??


সেপ্টেম্বর ১৯, ২০১৮
কক্সবাজার