অবজ্ঞার ধূলো
অবলীলায় গাঁয়ে মেখে নিলে
সমাজ সংসার পৃথিবী নিরাপদ হয়
মধ্যবিত্তের ছাপোষা অহংকার
অবশেষে সর্বশান্ত হয়
সিগারেট পোড়া এস্ট্রের ছাইয়ে


মৃত মাছের ফ্যাকাশে চোখের মত
জীবন তখনো খুইয়ে খুইয়ে চলে
কেবল স্বপ্নগুলো
কাটা সব্জির মতো কুচিকুচি হয়
স্পর্ধার হাত ধরে আকাঙ্ক্ষারা
তখনো হেঁটে চলে গন্তব্যের দিকে


সাহসের উত্তাপে
যথাসাধ্য প্রস্তুতিও থাকে
চশমার ধূসর ফ্রেমে
আকাশটা তখনো নিশ্চুপ দেখা যায়
কোন একদিন চোখ কচলে দেখা হয়
প্রস্থানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে


জানুয়ারী ১৩, ২০২১
মিরপুর, ঢাকা