অবশেষে বয়স্ক জীবনটা
আমায় ক্লান্ত করে তুলেছে
আধুনিক সময়টাও আর
আকর্ষন করতে পারছে না বিন্দুমাত্র
পাশ দিয়ে এলোচুলে হেটে যাওয়া
নারী কিংবা
উন্নত বক্ষের ষোড়শী যুবতী
নিস্পলক চাহনীকে বিচলিত করে না


লক্ষ টাকার চাকুরীর আহ্বান
ইবলিশের সুরা পানের আমন্ত্রন
পেখম তোলা ময়ুর
দিগন্তে ঈগলের থাবা বাড়ানো গর্জন
কিংবা সমুদ্রের হুংকার
আকাশ থেকে ধেয়ে আসা
প্রচন্ড সাইক্লোন, কোনকিছুই
বিচলিত করে না, আতঙ্কিত করে না


ফেলে আসা গল্পগুলো
ভুলে ভরা সময়গুলো
ফিরে আসে বারে বারে
দুর্নিবার, দুর্বীনিত দানব রূপে
আমি কেবল দক্ষিনা হাওয়ায়
তাকিয়ে থাকি
অপেক্ষায় রাখি নিজেকে
আদর মাখা একটি স্পর্শ নিস্তেজ সময়ের
পাল তোলা নৌকায়
ভেসে যাবো কোন একদিন


অক্টোবর ০২, ২০২১
বাগেরহাট
রাত ১১টা