এতগুলো নেশায় আক্রান্ত হলে
বর্তমান যুগের হাল চাল বলে
জীবন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে
হয়তো বা কিছু মূল্যহীন আত্মতৃপ্তি মেলে!!


ভাল থাকার নেশা
ভাল রাখার নেশা
ভালবাসার নেশা
মানুষ থাকার নেশা


অদম্য নেশাগুলো রক্তে থাকে মিশে
মগজে উত্তাল নৃত্যে হাসে
ফিরে ফিরে আসে
মাঝে মাঝেই টিপ্পনী কাটে একটু কেশে।


বেঁচে থাকার নেশা
বাঁচিয়ে রাখার নেশা
আগলে রাখার নেশা
হাত বাড়িয়ে দেয়ার নেশা


নেশাগুলো প্রতিনিয়ত তাড়ায়
বিপরীত শক্তির দম্ভে প্রানশক্তিহীন মুখ লুকায়
অনৈতিক জোটবদ্ধ প্রলোভনে ভুল পথে পা বাড়ায়
দিন শেষে আত্মবিশ্লেষণে মুক্তির পথ হারায় ।


মানবিক থাকার নেশা
শৃঙ্খলিত থাকার নেশা
সন্তুষ্ট থাকার নেশা
নির্লোভ থাকার নেশা


পুঁজিবাদী কাঠামোয় এ সকল নেশার
স্থান নেই
প্রতিবাদে রাজপথ কাঁপিয়ে লাভ নেই
মেনে নেয়া, মানিয়ে নেয়া, অন্যথায় তেলাপোকার জীবন বেছে নেয়া।


সেপ্টেম্বর ২৫, ২০১৮
কক্সবাজার