অনেকটা পথ হেটে এসেছি
আঁকা বাঁকা, উচু নিচু পথ
পাহাড়ের পাদদেশে এসে থেমেছি;
চুড়ায় উঠা হয়নি, সক্ষমতার অভাব নেই
কেবল একটি অদৃশ্য হাতের ইশারায়,
ইচ্ছেরা ডানা মেলেনি।


নিস্তব্ধ, কোলাহলবিহীন, ঝকঝকে বাড়ি
নিকষ কালো অন্ধকারে বসবাস
লাইট, সুইচ, ঝাড়বাতি সবই আছে
অদৃশ্যের অস্তিত্ব
নিঃশ্বাসে অনুভব করি
আলো জ্বলেনি।


অদৃশ্য অস্তিত্বের
ঝরো গতি, তোলপাড় করে দেয়
ভালবাসার কাছে নতি স্বীকার করা প্রেম
ডুকরে কাঁদে;
জানালার কাঁচ গলিয়ে বেড়িয়ে পরে
নির্মম দারিদ্র্য যখন বাসা বাঁধে মনে।


বর্তমানকে হারিয়ে ভবিষ্যতে যাত্রা
অদৃশ্য অস্তিত্বের
ক্ষোভে পুড়ে, ক্ষমাহীন প্রায়শ্চিত্ত;
দহনে দহনে পোড়া দেহের গন্ধ
ছড়িয়ে পরে এক দেহ থেকে অন্য দেহে
এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে।


অবহেলায় মাঠে পরে থাকা
স্বপ্ন গুলো আজ ঝরা পাতা;
পা মাড়িয়ে যায়
অহংকারে ফেটে পরা মানব নেতা;
অদৃশ্য অস্তিত্ব উল্লাসে মেতে উঠে
প্রেমিকার আলতো আদর পরে রক্তাক্ত ঠোটে।


সমান্তরাল পথ ধরে হেটে যাওয়া
পিছলে গিয়ে হোঁচট খাওয়া;
হাত বাড়িয়ে দেয়নি কেউ
কর্কশ ধ্বনি শুনি, কুকুরের ঘেউ ঘেউ
অদৃশ্য অস্তিত্বের নির্মমতা
কান্নার জ্বলে ভেসে যায় মানবতা।


লড়াইটা অনেক দিনের
দিনে রাতে, সময়ে অসময়ে;
নির্মমতা ফিরে ফিরে আসে
চোয়াল শক্ত করে আবার লড়াইয়ের মাঠে
কোন একদিন
সখ্যতা হবেই হবে, অদৃশ্য অস্তিত্বের সাথে।


অগাস্ট ১৭, ২০১৮
মিরপুর, ঢাকা