অদৃশ্য সত্ত্বার অনুভূতি
বিষাদের, নির্মমতার
যা আমি প্রতিদিন, প্রতিনিয়ত অনুভব করি
সমাজে, অফিসে, সংসারে
চারদিকে পরিচিত মানুষ পরিবেষ্টিত পরিবেশে


আমি আছি কিন্ত নেই
আমার অস্তিত্ব আছে কিন্তু কেউ স্বীকার করে না
এক অদৃশ্য মানব আমি
কেউ আমাকে কোন কাজ করতে বলে না
আমার উপদেশ নেয় না
আমায় আদেশ, নির্দেশ, উপদেশ… কিছুই করে না
আমার সক্ষমতা, আমার অক্ষমতা, আমার মেধা, আমার শিক্ষা
আমার উদারতা, আমার মানবতা,
আমার আনন্দ, উল্লাস, বিষাদ কিংবা আমার চাওয়া পাওয়া
কোন কিছুতেই,
কারোর’ই কিছু যায় আসে না ।
আমি চারপাশেই থাকি
কিন্তু কেউ’ই যেন আমায় দেখতে পায় না
কি অদ্ভুত এক অনুভুতি নিয়ে আমি দিন যাপন করি
অদৃশ্য মানবের অনুভূতি


এ ধরনের অনুভূতি
বেশ অবমাননাকর, বিব্রতকর এবং অমানবিক
কিন্তু আমার কিছুই করার নেই
আমি এক অদৃশ্য মানব সত্ত্বা


দেবলীনা
কিন্তু এই যে অনুভুতি, এই যে অদৃশ্য মানব সত্ত্বা
মাঝে মাঝে বেশ লাগে !
আমি বেশ উপভোগ করি
যখন আপনার সাথে থাকি।
আপনার পাশেই আমি নীরবে দাঁড়িয়ে থাকি
পাশাপাশি হাটি
রাস্তার পাশে, ফুটপাতে বসে, একসাথেই চা খাই
একটি সিগারেট ধরাই
কিন্তু আপনি কিছুই টের পান না
আপনি আমায় দেখতেই পান না


দেবলীনা
আপনি কি জানেন
সেদিন আপনাকে দেখেছিলাম, শাহবাগের মোড়ে
যেটাকে এখন সবাই “প্রজন্ম চত্বর” হিসেবে চেনে
গাঢ় লাল রঙের, রক্ত লাল শাড়ী পরেছিলেন সেদিন
রক্ত লাল আমার ভীষন প্রিয়, জানেন?
আপনাকে শাড়িতে দারুন লাগে
রক্ত লাল শাড়িতে,
অসাধারন !!


অদৃশ্য মানব সত্ত্বার
এটা একটা বাড়তি পাওনা
দৃশ্যমান হলে কি ওতো কাছাকাছি থাকতে পারতাম ?


আমি সারাদিন অদৃশ্য সত্ত্বার সাথে
লড়াই করি
টিকে থাকার চেষ্টা করি
মানিয়ে নিতে প্রানপন নিজের সাথে যুদ্ধ করি
মাঝে মাঝে বিমর্ষ হয়ে পরি


কিন্তু যখন অদৃশ্য মানব সত্ত্বা নিয়ে
আপনার সাথে ঘুরে বেড়াই
এখানে সেখানে
রাস্তায়, ফুটপাতে
বইয়ের দোকানে
চা খাই, ফুচকা খাই… আরো কত কি!!


তখন আমি ভীষন ভালো থাকি
দেবলীনা, আমি আপনার চারপাশেই নিজেকে লুকিয়ে রাখি
অদৃশ্য মানব সত্ত্বার কষ্টগুলো
এক জীবনের পাওনা থেকে রয়ে যায় বাকী


জানুয়ারী ৩, ২০২২
মিরপুর, ঢাকা
ভোর ৬টা