অনেক দেশ ঘুরেছি
এত অহংকার কোথাও দেখিনি;
কিংবা লুকিয়ে রাখা অহংকারগুলো মাপিনি
অহংকারের ভাঁজে ভাঁজে মানুষগুলোকে জ্বলে উঠতে দেখিনি ।


অহংকারের বৈচিত্র্য নিজ দেশে দেখি
মাঝে মাঝে আঁতকে উঠি;
অহংকারের ভারে ভারাক্রান্ত দেশ ও জাতি
নিজেকে স্রষ্টার কাছাকাছি ভাবনার নেই আর বাকি।


সততার অহংকার, নির্বোধের অহংকার
ফলাফল শুন্য, নিজের সাথেই নিজের বিকার;
দরিদ্রতার অহংকার, ধার্মিক হবার অহংকার
মুলো ঝুলিয়ে আঁখের গোছানোর বুদ্ধি চমৎকার।


ক্ষমতার অহংকার, জ্ঞানের অহংকার
মিথ্যের বেসাতিতে সত্যের নিরাকার;
মানবতার অহংকার, দাতা বেশের অহংকার
ঋণগ্রস্ত ভ্রুনের, কান্না শোনার সময় নেই একটিবার ।


ইদানিং অক্ষমতার অহংকার দেখি
চারদিকে হুঙ্কার, ভেতরে যতটা মেকি;
অহংকারের আস্ফালনে, সময়ের প্রতিশোধের বাকি
আমারা, আম জনতা কেবল অপেক্ষায় থাকি।


জুন ০৬, ২০১৮
ঢাকা