সময়ের নিষ্ঠুরতা সবাইকে আঁচড় কাটে না । কেউ সময়ের ঘোড়ায় সওয়ার হতে পারে আবার সময়ের চাপে পিষ্ট হতে পারে, প্রকৃতি তার নিশানা কাউকে বুঝতে দেয় না।


অলিখিত সীমানা পেরিয়ে যাবার ইচ্ছে মানে না, দুরন্ত গতি হার মানে না, কেবল হারিয়া যাওয়া কিছু স্মৃতি পিছু ছাড়ে না, বিষণ্ণ যুবক নিজের সাথে পেরে উঠে না আবার হাল ছাড়তেও চায় না। নিজের সাথে ক্রমাগতই দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, মাকড়সার জালে আটকে পড়ে। লিখিত সীমানা অতিক্রম করতে পারে নিজের সক্ষমতায়, অলিখিত সীমানাগুলো স্পষ্ট বুঝতে পারে না, তাই ফিরে যেতে চেয়েও ফেরা হয় না। প্রয়োজন ফুরিয়ে যায়, আক্ষেপ ফুরোয় না । ভেঙ্গে চুড়ে শুরু করতে চেয়েও শুরু করা হয় না ।


জীবন সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে কাছের আকাশ ছুঁতে পারে না, আরও কাছের মেঘের ভেলায় ভাসতে পারে না কেবল পাহাড়ের উঁচুতে দাঁড়িয়ে দূর দিগন্তে তাকিয়ে সময়কে অবজ্ঞা করতে পারে....


তিব্র ঘৃণায় জীবনকে উপেক্ষা করতে পারে.........


কক্সবাজার
নভেম্বর ১৬, ২০১৮