আমার বাসস্থানে
রুমের আকার
হতাশার খাঁচার মতন;
জানালা গুলো অনেক বড়
পর্দার ফোঁকর দিয়ে কিছুটা সূর্যের আলো আসে
চাঁদের আলো  মিটমিটিয়ে তামাশায় হাসে;


সিগারেটের ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে
ছাদের নীচে ভাসে;
ডেল কার্নেগীর ‘বানী চিরন্তনী’
বুক সেলফে ধুলোয় কাশে;
আমি তখনও সজ্ঞানে সিগারেট ধরাই
জীবন ব্যাসার্ধের মাপ জানা নাই।


বিষণ্ণ মনে দেবতার শক্তি খুজি
ভুত প্রেম মানি
নিজের শক্তিতে অনেক দূর যাই
কিন্তু অগ্রসর হইনা;
অপেক্ষমান সময়ের ঘাড়ে সওয়ার হয়ে
প্রত্যাশার ঘাড় মটকাতে আশা ছাড়ি না।


বিশ্বের কত মানুষই
হাজারটা কাজের কথা ভুলে যায়;
আমি নিজেকে ভুলি না
দুঃসময়কে ক্ষমাও করি না;
কবিতা লেখার দিনগুলোকে অপচয় মনে হয় না
ভেতরের শক্তি, গন্তব্য ছাড়া আর কিছুই চেনে না ।


অগাস্ট ২৬, ২০১৮
মিরপুর, ঢাকা