ইচ্ছেগুলো
অনিশ্চয়তার আগুনে পোড়ে কয়লা হয়;
সীমাবদ্ধ সময়ের
অপচয়ে, স্বপ্নগুলো  দেখতে ভয়।


সীমিত ক্ষমতার স্পন্দন
নিঃশ্বাসের ভরে;
আকাঙ্ক্ষাগুলো গুমরে মরে
লাশ কাটা ঘরে ।


জীবন ক্ষয়ে উঠে
অপ্রাপ্তির ভাসমান লাশ;
মোমবাতির আলোয় মেটে
সকল প্রাপ্তির মিছে আঁশ।


সক্ষমতার ধারনায় বিভ্রান্তি
অনেকটা পথ পেরিয়ে ভর করে ক্লান্তি;
ভুল পথে চালিত ভাবনা
অন্ধকারে তলিয়ে যায় সকল সম্ভাবনা ।


পথের শেষ প্রান্তে
দাঁড়িয়ে, আর হবে না ফেরা;
শেষ সময়ে অভিজ্ঞতার ঝুলি
পরবর্তী প্রজন্মে ফেরী করা।


অগাস্ট ০৩, ২০১৮
মিরপুর, ঢাকা