আমি এখন আর
প্রতিবাদ করি না
করতে পারি না, করতে চাইও না
অনিশ্চিত শেষাংশের অনিশ্চয়তা আর চাই না ।


সকালে ঘুম থেকে উঠে
শিউরে উঠি
সাদা ব্যান্ডেজ মোড়ানো শবদেহ দেখি
ঝলসানো মুখের আকুতি শুনি, আতঙ্কিত হয়ে পড়ি ।


প্রায় নিঃশেষিত শক্তি
অপচয় করতে ইচ্ছে করে না
আকাশ থেকে খসে পড়া তাড়াগুলো
যখন মাটিতে গড়াগড়ি খায়, আমি কোন ছাড় !!


বাবার চোখের ঘোলা চশমা
দিয়ে পৃথিবীকে বার বার দেখি
মায়ের নিঃশ্বাসে হারিয়ে যাওয়া
মূল্যবোধের প্রতিধবনি শুনি ।


আমার প্রতিবাদ করতে ইচ্ছে করে না
ইচ্ছেগুলো অনিশ্চিত শেষাংশের
দিকে তাকিয়ে থাকে
ক্ষয়ে যাওয়া পৃথিবীকে করুণা করে।


আমি ঘুমোতে যাবার আগে
অনিশ্চয়তাগুলোকে পরখ করি
একটি মুখোশের ছায়া আমায় উৎকণ্ঠিত করে
প্রতিবাদ না করার প্রতিজ্ঞা করি ।


আমি প্রতিবাদ করতে
ভুলে যাইনি
প্রতিবাদ করতে চাই না
অনিশ্চয়তার শেষাংশের শিখাটি নিভাতে চাই না ।


আমি আমার জন্য
বাঁচি না
অনিশচয়তার অভিজ্ঞতাগুলো প্রজন্মের কাঁধে
রাখতে চাই, আর কিছুদিন বেঁচে থাকতে চাই
প্রজন্মের অপেক্ষায় থাকি।


সেপ্টেম্বর ২৭, ২০১৮
কক্সবাজার