অপেক্ষার প্রহর গুনা
উপেক্ষার তীব্র দহন;
দুটোই এক জীবনে
গেঁথে থাকা চাপের অনুভূতি গহীন মনে ।


অপেক্ষার শুরু থাকে
শেষ জানা থাকে না;
আগমনের কান্না, বিদায়ের নীরবতা
কোথাও থাকে না সমঝোতা ।


উপেক্ষাগুলো ভেসে উঠা
জুতোর তারকাটার মত;
কেউ দেখে না, কেউ বোঝে না
কেবল উপেক্ষিত ব্যক্তির মুখে স্মিত হাসি থাকে না ।


বিশ্বাসে আঁকড়ে থেকে আকাঙ্ক্ষার অপেক্ষা
অজ্ঞদের ক্ষমতায় ভর করে উপেক্ষা;
শুন্য ফলাফলে
জীবন এগিয়ে চলে, সময়কে পেছনে ফেলে।


ভালবাসার অপেক্ষা
জ্বলে উঠার অপেক্ষা,
প্রতিশোধের অপেক্ষা
সব শেষ করে, জীবনের উপেক্ষা এবং মৃত্যুর অপেক্ষা ।


মে ২৮, ২০১৮
কক্সবাজার