অপেক্ষার কোন মানে হয় না
তারপরও করি
কেন করি, সঠিকভাবে জানি না
অপেক্ষার মোহে
অপেক্ষাগুলো দীর্ঘ থেকে
দীর্ঘতর হয়, তবুও মোহ ভাঙ্গে না


মোহ থেকেই অপেক্ষা
নাকি, অপেক্ষা থেকে মোহ
এক জীবনে কত কিছুই ঘটে
মোহগুলো বার বার ফিরে আসে
আবার মোহভঙ্গের বেদনাগুলো
নীরবে হাসে


তোমার ভাবনার গভীরে
আমি নেই, জানি
বেহিসেবি চাওয়া গুলো নিয়ন্ত্রিনহীন
তাও মানি
পলকে পলকে নিরবিচ্ছিন্ন অনুভুতির
অসম সম্পর্কের ধ্বনি শুনি


দূরে থেকেও কাছে থেকো
ভাবনায় রেখো
নিঃশ্বাসের কাছে থাকবে না, জানি
ছুঁয়ে দেয়ার অনুভুতি পাব না, তাও মানি
তবুও থেকো
হঠাৎ হঠাৎ আনমনেই ফিরে এসো


কক্সবাজার
মার্চ ০১, ২০১৯