ঘুমের নানারকম বৈজ্ঞানিক এবং
সামাজিক নাম হয়;
অচেতন ঘুম, গভীর ঘুম, প্রচ্ছন্ন ঘুম,
জেগে জেগে ঘুম,
আবার নির্ঘুম ও হয়;


তোমার নীরবতাকে
আমার ঘুম মনে হয়
চির বিদায়ের অশনি সংকেত নয়, সরব উপস্থিতিও নয়
আবার ক্লান্তিকর সময় ক্ষেপণও নয়
অনেকটা অপেক্ষার ইশারা;


ঘুম থেকে জেগেই কথা হবে
প্রশ্রয় নাও থাকতে পারে;
তোমার নুতন স্বপ্ন দ্বারা
প্রত্যাখিত হতে পারি, আবার
সীমানা ভেদ করে পৌঁছেও যেতে পারি;


অজানা আশংকায় আমার অপেক্ষা;
কতটা দীর্ঘ হলে অপেক্ষা বলে
আমার জানা নেই;
সময়ের মাপনীতে অপেক্ষার সীমা
নির্ধারণ করা নেই কিংবা আছে আমার জানা নেই;


আমি নিরবতাকে
প্রত্যাশিত ঘুম বলি;
আমি অনন্তকালকে অপেক্ষা বলি;
এমনকি পরকালকে ছুঁয়ে দেয়া পর্যন্ত
অপেক্ষাই বলি


কক্সবাজার
ডিসেম্বর  ০১, ২০১৮