এই যে শুনছেন
হ্যা, আপনাকেই বলছি
মন দিয়ে শুনুন


শুনলাম আপনি নাকি
একাকীত্ব নিয়ে বিষন্নতায় ভোগেন
বিমর্ষ থাকেন, বেদনায় নীল হয়ে থাকেন
আপনি বিচক্ষন মানুষ,
আপনার তো গতানুগতিক ভাবনা থাকার কথা না
আপনি কি জানেন
কারো পাশে থেকে একা থাকার চেয়ে
একা থেকে একাকিত্বে থাকা অনেক গৌরবের
অনেক সম্মানের
কাছে থেকেও একা থাকার দূরত্ব অনেক, মাপা যায় না
এমন একটা মাপুনি থাকলে ভাল হত
মেপে দেখাতে পারতাম


শুনেছি
আপনি ভালবাসার অভাব তীব্র ভাবে অনুভব করেন
জীবনে প্রেম, ভালবাসা এসবের অনুপস্থিতি
আপনাকে খুব ভাবায়
কিন্তু এসবের অস্তিত্ব কি আদৌ আছে
নিশ্চিতভাবে বলতে পারবেন?
আমার বিশ্বাস হয় না
আপনারা যারা নাস্তিক, দৃশ্যমান নয় বলে
যেমন ঈশরের অস্তিত্ব মানেন না
আমিও প্রেম, ভালবাসার কোন অস্তিত্ব খুঁজে পাই না
অন্তত মনুষ্য সমাজে দেখি না
গাছেরা ভালবাসতে জানে
পাশাপাশি দাঁড়িয়ে থেকে,
কেমন নিস্পলক চেয়ে থাকে পরস্পরের দিকে
কতটা গভীর সে ভালবাসা ভাবতে পারেন


ঝর্নার সাথে নদীর ভালবাসা হয়
ঝর্না কেমন ভালবাসার নির্যাস বিলিয়ে দেয় নদীকে
মানুষ এসব পারে না
মানুষ ভালবাসার নামে
উৎপাদন আর পুনঃউৎপাদন জানে
রাতের অন্ধকারে সঙ্গমের জন্য অপেক্ষা করতে জানে
মানষ ভালবাসা বোঝে না
বোঝে, মাঠ দখল, চর দখল
বোঝে, নিরাপত্তার চাদর
দখলদারিত্ব
অন্যায় আবদার
নিষ্পেষণ আর
ভনিতা


পশুরা প্রয়োজন হলেই সঙ্গম করে
মানুষের অপেক্ষা করতে হয়
সঙ্গমের অপেক্ষায় ভালবাসা ভুলে যায়
বিষন্ন হবার আগে, আরেকবার ভাবুন
এ সমাজ  ভালবাসা বুঝে না
সমাজের একটা শিন্ন এবং যোনী আছে সেটা জানেন তো
দণ্ডায়মান শিন্ন নিয়ে
সমাজ সদা প্রস্তুত থাকে
আপনি একা আছেন, খুব ভাল আছেন,
এর চেয়ে ভাল আর কিছু নেই


এই যে
শুনতে কি পাচ্ছেন আমার কথা
হ্যা, আপনাকেই তো বলছি
এরই মধ্যে ভুলে গেলেন
আপনার সাথেই আমার কথা হচ্ছে
শুনতে পাই
ঈশ্বরের সাথে আপনার অভিমান চলছে
ঈশ্বর আপনাকে ঠকিয়েছে
আপনাকে যথার্থ মর্যাদা দেয়নি
ঈশ্বর সঠিক বিচার করে না
করতে জানেও না
খুব বেশী পক্ষপাতিত্ব করে, ইত্যাদি ইত্যাদি
জীবনের সাথেও
নাকি আপনার অভিমান চরমে
জীবন শুধু নিতেই জানে,
দিতে জানে না বলে আপনার অভিযোগ
নিজের সাথে সখ্যতা হয়, জীবনের সাথে হয় না
আরও কত কি !!


আপনি কি জানেন
ঈশ্বর, আল্লাহ, ভগবান, প্রকৃতি
সব একই
মৌলিক মন্ত্রে কোন বিভেদ নেই
মানুষ শোষনের স্বার্থেই বিভেদের দেয়াল তৈরি করে
আপনি নাস্তিকতা চর্চা করেন
ভাল, তাতে কোন সমস্যা নেই
দুঃসাহসী কাজ, অনেক পড়াশুনা করতে হয়
সবাই পারে না
সবার এত সাহস নেই
আমি তো জানি, আপনি একা কিন্তু নিঃসঙ্গ নন
এটাও একটা সাহসী কাজ
একা থাকতে সাহস লাগে, সবাই পারে না, কেউ কেউ পারে
আপনাকে আমি স্যালুট দেই
নাস্তিকতা চর্চা এবং একা থাকা, দুটোই ভয়াবহ সাহসী কাজ


আপনি কেন শুধু শুধু
ঈশ্বরের সাথে অভিমান করেন
প্রত্যাশাই বা কেন করেন
নিজের গুনে, নিজের শক্তিতেই চলুন না
ঈশ্বরকে নিয়েই চলেতে পারেন কিংবা ভুলতে পারেন
আপনার ইচ্ছা
যে কোন একটা করুন
ভুলে যাওয়া কিংবা মনে রাখা, পুরোটাই


আপনি জ্ঞানী, বিচক্ষন
আপনাকে তো আমি বোঝাতে পারবো না
আপনার ভেতরে এক অসীম ক্ষমতা আছে
সৃষ্টির ক্ষমতা
সব নস্ট হয়ে যাচ্ছে, তুচছ সব অভিমানের জন্য
একবার নিজেকে নিয়েই থাকুন না
সৃষ্টির আনন্দে মেতে থাকুন
অনেক ভাল থাকবেন


মিরপুর, ঢাকা
মে ১১,২০২০