কাউকে পূর্ণতা দিতে পারিনি
নিজেও পূর্ণ হতে পারিনি;
অপূর্ণতায় পূর্ণতা
মেনে নেয়া, জীবনের মৌনতা ।


পূর্ণতার দিগন্তে নিরন্তর ছুটে চলা
কিসে পূর্ণতা, আজও হয়নি বলা;
বাহ্যিক প্রাপ্তিতে কেবলই হাসি খেলা
সম্পদ আর ভোগ ভ্রান্তিতে ভাসে জীবনের ভেলা ।


আজ যা চাই, কালই তা পাই
পরে আবার ভিন্ন কিছুতে ছুটে যাই;
অনেক দূরে এগিয়ে, ফিরে দেখি এখনো কিছু নাই
সময়ের ঘাড়ে সওয়ার হয়ে আবার ঘুরে দাড়াই।


পাওয়া, না-পাওয়া, চাওয়া এবং না-চাওয়া
জীবনের বেলুন ফুটে, বেড়িয়ে যায় হাওয়া;
হৃদয়ের কাছে একান্তে হয়নি যাওয়া
হাতের কাছেই সব ছিল, একান্তে পাওয়া ।


জীবন নিজেই একটি ‘পূর্ণতা’র দর্শন
প্রাপ্তিতে ভরপুর জীবনের পতিক্ষন;
দক্ষতায় মেলে জীবনের রস আস্বাদন
অপূর্ণতা আসলে একটি ‘ইলিউসন’


জুলাই ৩০, ২০১৮
মিরপুর, ঢাকা