পড়ন্ত বিকেলের
সূর্য ডোবার ঠিক আগে আগে
তাদের তো একই সাথে থাকার কথা ছিল;
একটি সিগারেটে ভাগ করে
সুখটান দেয়ার কথা ছিল;
এক মলাটে
ভিন্ন পাতায় থাকার ইচ্ছে ছিল
তবে কেন এমন হল??
উত্তর দেবার কেই বা আর অবশিষ্ট থাকলো??


সব পরিচালকই অসাধু হয়
একজন তো মাত্রাতিরিক্ত অসাধু;
অসীম ক্ষমতায়, সীমানাবিহীন বাসস্থানে
নিরাকার অবস্থানে,
প্রেম, ভালবাসা, ভক্তি, আনুগত্যের অবগাহনে
ঘৃণা, অপমান, উপেক্ষার অভিমানে
দয়া, মায়া,  বিশালতার গর্ব ভুলে গিলেন;
ভারসাম্য রাখতে কৃপণ হলেন,
কেন এমন হলেন?? পরিচালনায় ভুল করলেন??


সঠিক নির্দেশনায়
নাট্যমঞ্চের নাটক চলে না
অভিনেতারা সব নির্দেশনা মেনে নেয় না;
উদার পরিচালক
পুরস্কার দিতে ভুল করেন না;
নির্দেশনা মান্যকারি
দৃশ্যপটে থাকেন না
অসাধু পরিচালকের, তাতে কিছুই যায় আসে না
এমন তো কথা ছিল না !!!


সেপ্টেম্বর ১৮, ২০১৮
কক্সবাজার