অসহায়ত্বের মোড়কে
জীবন চলে, খুঁড়িয়ে খুঁড়িয়ে;
হাসপাতাল, অফিস আদালত সব পেরিয়ে
অবশেষে নিজ বাড়ীতে, অসহায়ত্বের খোঁচা চলে আগ বাড়িয়ে


গত এক মাসে
অসহায়ত্বকে আরও কাছ থেকে দেখে;
ঘৃণা জন্মায় নিজ দেশের নাগরিকত্বকে
পালিয়ে যেতে চাই, জীবনকে আর একবার চেখে দেখতে চাই, শেষ বাঁকে ।


হাতুড়ী পেটানো হাড়ের মজ্জার স্বাদ
হল জীবনে ১৫ টাকার খাবারের খোটা, বিস্বাদ;
ঘণ্টার পর ঘণ্টা হাসপাতালে অপেক্ষা
ছাত্রের হাতে শিক্ষকের লাঞ্ছনা, অদ্ভুত এক ব্যবস্থা শিক্ষা ।


নিয়মের মধ্যে চাকুরী নেই, চিকিৎসা নেই
শিক্ষা নেই, বিচার নেই;
নিয়ম মানা বোকাদের দল গিজ গিজ করে
অল্প কয়েকজনের বিলাসী জীবন, নানা কায়দায় ফায়দা লুট করে ।


মেয়েটা ফিরে আসে, রাস্তায় টিনএজ কটূক্তি শুনে
ছেলেটা ইস্কুলে মার খায়, কমিশনার ছেলের বাবার পরিচয়ের গুনে;
ক্ষমতাসীন দলের চাঁদার টাকা পকেটে নিয়ে পথ চলে অনমনে
বেঁচে থাকার দায় কবর দেয় অসহায়ত্বের মোড়কে, নিজ গুনে


জুলাই ১৬, ২০১৮
মিরপুর, ঢাকা