আমি কেবলই
ব্যস্ত করে তুলেছি নিজেকে
কিছু কাজের
বেশির ভাগই অকাজের
শুধু ভুলে থাকার জন্য।


আমি সারাদিন কাজে ডুবে থাকি
দিন শেষ করে, রাত অবধি
কিছুগুলো দরকারি
বেশির ভাগই অদরকারি
শুধু ভুলে থাকার জন্য।


আমি অনেকটা সময়
ঘুমিয়ে সময় পার করি
কিছুটা শরীরের জন্য প্র‍য়োজন
বেশির ভাগই অপ্রোজনীয়
শুধু ভুলে থাকার জন্য।


আমি অহেতুক সারাদিন
লিখি, লিখতেই থাকি
কিছুটা প্রকাশ করি
বেশির ভাগই করি না
শুধু ভুলে থাকার জন্য।


আমি খুব বেশি
কল্পরাজ্যে বসবাস করি
তার কিছুটা নিজের ইচ্ছেয়
বেশির ভাগই অনিচ্ছেয়
শুধু ভুলে থাকার জন্য।


কি ভুলতে চাই আমি?
পেরিয়ে আসা দহনের পথরেখা?
ফেলা আসা সম্ভাবনার উৎসমূল?
নাকি, এক জীবনের ভুল?


কাথি, মেদেনীপুর, ইন্ডিয়া
আগষ্ট ১৪, ২০২২, রাত ১১টা