প্রতিদিন হেরে যাওয়া
প্রতিদিন ঠকে যাওয়া
প্রতিদিন নিঃস্ব থাকা
আবার প্রতিদিন জেগে ওঠা


অথচ কোন মানে হয় না


বিদ্রুপ রাত্রি
বিবর্ণ বিকেল
কিংবা অভ্যর্থনায় নুতন ভোর
নিঃশেষিত সন্ধ্যা


অথচ কোন মানে হয় না


জাবর কাটা বছর
পৌনঃপুনিক সময়ের ছাড়পত্র
দিনরাত্রির আসা যাওয়া
সমান্ত্ররাল যাত্রা পথ


অথচ কোন মানে হয় না


জন্ম মৃত্যুর চক্রাকার বৃত্ত
হিসেবের চাওয়া পাওয়া
লোভ কিংবা ভয়ের মাত্রা
অপ্রকাশিত শাষন দণ্ড


অথচ কোন মানে হয় না


বিন্দু বিন্দু ভাবনা
সরলরেখার রূপ থাকে না
জ্যামিতির মাপ জানা হয় না
জীবনের দৈর্ঘ্যে নেই নিশানা


অথচ কোন মানে হয় না


মিরপুর, ঢাকা
ফেব্রুয়ারি  ২৪, ২০২০