অনেক কিছুই
ঝুলে থাকে, ঝুলে পড়ে
কিংবা ঝুলে যায়
এভাবে বললে অশ্লিলতা প্রকাশ পায়


মনের অশ্লিলতা
শব্দে ভর করে বেঁচে থাকে
নির্দোষ শব্দ কাঠগড়ায় ওঠে
অতিক্রমনের পথ খোঁজে


ঝুলে পড়া জীবন
ঈশ্বরের আশ্রয়ে থাকে
নির্ভরতার সৌন্দর্যের প্রতি বাঁকে
ঝুলে থাকা ব্রিজ পেরোনো ইচ্ছে আকে


ঝুলে থাকা মানে
সম্ভাবনার অস্তিত্বের শেষ প্রান্তে
প্রকৌশলে পরিবর্তন নিজের অজান্তে
বোঝাপড়ার দ্বন্দ্ব একান্তে


আমি সব সময়
ঝুলে থাকি
ঈশ্বরের করুনায়
আমি ক্ষমা করি না আমায়


কক্সবাজার
নভেম্বর ২৮, ২০১৮