সমাপ্তি ছিল না তারপরও সমাপ্তি আসে ভিন্ন বেশে। অঙ্কুতির বীজ সম্ভাবনার হাতছানি দিয়ে আবার মিশে যায়, অকাল গহ্বরে। অভিবাবকহীন সম্ভাবনাগুলো পথে প্রান্তরে গড়াগড়ি খায়। আলোকিত যাত্রা নিভে গেলে আঁধার নামে গোপনে । বশ্যতা স্বীকারে দ্বিধাবিভক্ত মন নীরবে বিলাপ করে।


তাড়িত স্বপ্নযাত্রা থমকে দাঁড়ায়, ঝুপ করে নামে একাকীত্বের নীরবতা, গা ছমছমা করা অনিশ্চয়তা। জমাটবাঁধা অন্ধকারে দূর সমুদ্রে জেলেদের ট্রলারে ক্ষুদ্র ক্ষুদ্র আলোর দিশা দেখা দেয়। ক্ষুদ্র আলোয় পকেটে রাখা অবিশ্বাসগুলো বিশ্বাসে রূপ নেয় অবিশ্বাস্য গতিতে। ভোরের আলোয় ঝাকে ঝাকে রূপালি ইতিহাস নুতন সম্ভাবনার ডাক দেয়।


বিষণ্ণ যুবক তাড়িত ভাবনা নিয়ে সমুদ্র সৈকত থেকে ফেরে.........


কক্সবাজার
নভেম্বর ২৮, ২০১৮