আমি প্রতিনিয়ত পাপ করতে চাই
পাপের মধ্যেই মুক্তির স্বাদ খুঁজে পাই;
জানি, ভুল করলে তার ক্ষমা নাই
পাপ করলে পার পেয়ে যাই।


চাকরী দিতে স্বজন প্রীতি করতে চাই
এইটুকু পাপে কোন ক্ষতি নাই;
ভুল করে, সঠিক মানুষকে খুঁজতে যাই
চারদিকে শত্রুর দেখা পাই।


আমি নারী আর মদ্যপানে আনন্দ চাই
এ পাপে, কারো কোন ক্ষতি নাই;
ভুল করে নারীর সৌন্দর্যের গীত গাই
লম্পট আখ্যা নিয়ে ফিরে যাই ।


কাজ না করে সব বেনিফিট পেতে চাই
সামান্য পাপে অন্যায্যতা নাই;
ভুল করে কাজের কোয়ালিটি মাপতে যাই
শেষে নিজের চাকরিটাই হারাই।


একটু ঘুষের বিনিময়ে দ্রুত কাজ চাই
এটা পাপ নয়, সবাই উপকার পাই;
ভুল করে নিয়মের মধ্যেই যাই
কাজ হবে না, নীরব হুঙ্কার শুনতে পাই।


চারপাশে ঘেউ ঘেউ করা, পা চাটা কুকুর চাই
কে বলে পাপ? নিয়মতান্ত্রিক নিয়ম এটাই;
ভুল করে কুকুর বাদ দিয়ে মানুষ চাই
অদক্ষতা খেতাবে, আবার প্রশিক্ষণ নিতে যাই ।


সামাজিক চাওয়ায় ধার্মিক মুখোশ রাখতে চাই
পাপ কেন হবে, ইহকাল পরকাল দুটোই পাই;
ভুল করে ধর্মের দর্শন বুঝতে চাই
নাস্তিক আখ্যায় সম্পর্ক গুলো হারাই।


অগাস্ট ০১, ২০১৮
মিরপুর, ঢাকা