অনেক আক্ষেপ করে
আমার ঠোঁটের কাছে ঝুকে
মনোলীনা বলেছিল
আর একটা দিন থেকে যাও
সমুদ্রবিহীন নোনাজলে সাঁতার কাটা যাবে


আমি পাহাড় প্রেমিক
উঁচু নীচু, খাদে আসা যাওয়াই
আমার স্বভাব
পাহাড়ের গাঁয়ে হেলান দিয়ে
ফিরে যাই, পেছনে থেকে যায় মনোলিনার অভাব


অনেক আক্ষেপ করে
আমায় আলতো করে ছুয়ে দিয়ে
মনোলীনা বলেছিল
আর একটা দিন থেকে যাও
গভীর অরণ্যে ভ্রমন করা যাবে


আমি শব্দ শ্রমিক
শব্দের গাঁয়ে আঘাত করাই
আমার স্বভাব
শব্দের ছায়ায় অনুভবের গভীরতায়
আমি ফিরে যাই, পেছনে থেকে মনোলীনা, শুন্যতায়


আমি বার বার আসি, ফিরে যাই
জৈবিক  আকাঙ্ক্ষার আহবান পাই
ভিন্নতায় আমি, মেলে না, যা চাই
পারলে না মনোলীনা
আজন্ম রক্ষায় যা অনেক দামে কেনা


সৈয়দপুর
ডিসেম্বের ২৯,  ২০১৯