ফিরবে কি তুমি
            
আমি তোমার সাথেই থাকতে চাই, অনন্ত কাল,
শুরুটা ছিল তোমাকে নিয়ে, শেষেও তুমি থাক
আর আছে আমাদের এক লাগেজ স্বপ্ন।


দুঃখ বিলাস নাই বা করলাম
এক সাথে চেষ্টা টুকু অন্তত করি,
তখনও তুমি ছিলে না, আমি একা একা ঘুরি
খুজে বেড়াই এখানে ওখানে, কাকে জানি না
তখনও তুমি আসনি, আমিই একা, আমিই তুমি।


সেইত এলে, আগে নয় কেন, সব হারিয়ে
সব পেছনে ফেলে, স্বপ্ন ভঙ্গের কষ্টে
বুক ফাটা হাহাকার, আমার শ্বাসকষ্ট বেড়ে যায়।
তখনও তুমি ছিলে না, আমি আমাকে নিয়েই থাকি
আমার স্বপ্ন ছিল না, আত্মভরিতা ছিল না
আমি তোমাতেই নিমজ্জিত থাকি
অতঃপর তোমার আগমন, স্বপ্ন লাগেজ এর যাত্রা ।


অভিমান আর জেদ পুষে রেখে
হয়তো জিতবে তুমি না হয় আমি,
কিন্তু হারবে আমাদের ভালবাসা ।
ভেবেছ কি, কি হবে আমাদের এক লাগেজ স্বপ্নের?
সাথে আছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের দুজনের মিশ্রন।


মিলের মধ্যেই অমিল কিংবা অমিলের মধ্যে মিল
পরিপূরক এক সম্পর্ক,
তোমার ফিরে আসা, তোমার অপেক্ষাতেই আমি
অনেক অমিলের মধ্যেই আমি তোমাকে পাই,
তোমাকেই চাই, আমি তোমাকেই চাই
ফিরবে কি তুমি???