একটা সময় পালিয়ে গিয়েছিলাম
কেন পালিয়েছিলাম
এখন ব্যাখ্যা দিতে পারি না, তখন পারতাম
তখন পালাতে চাইনি।
কাউকে ভয় পেতাম না
নির্ভয়ে লুকিয়ে থাকতে পারতাম
হারিয়ে যেতে পারতাম, আবার ফিরে ও আসতে পারতাম।


এখন পালাতে চাই
খুব করে পালাতে চাই;
পালাতে পারি না
কেন পারি না, পরিস্কার ভাবে বলতে পারি না.
কাকে ভয় পাই এখন?
কেন ফিরে না আসার আশংকা ? জানি না, জানি না ।


তখন পালিয়ে গিয়ে
বাঁচতে চেয়েছিলাম, পারিনি
ভুল পদক্ষেপ ছিল;
এখন বেঁচে থেকে পালাতে চাই
এখন আর ভুল হবে না
কিন্তু পারি না ।


তখন অনেক দূর দেখতে পেতাম
সক্ষমতা ছিল
কিন্তু দেখিনি, দেখা হয়নি;
এখন অনেক দূরে দেখতে চাই
পারি না
কাছেও দেখতে পাই না ।


তখন নিঃশ্বাসকে বিশ্বাস করতাম
আগাম হারিয়ে দিতাম
মাঝে মাঝে নিঃশ্বাস ছাড়াই চলতে পারতাম;
এখন নিঃশ্বাস আস্থায় নেই
লুকিয়ে রাখার সুযোগও নেই
পোষ মানা পাখির কাছে এর বেশী নাকি চাইতে নেই।


সেপ্টেম্বর ১৬, ২০১৮
কক্সবাজার