কেউ কেউ পশ্চিমে তাকায়
দিনে পাঁচ বার
আবার কেউ পশ্চিমেরই পথে দাঁড়ায়
বছর পাঁচে একবার


একই ধর্মের মানুষ
সবারই পশ্চিম পছন্দ
অনন্তকাল কিংবা মসনদের লোভে
কেউবার আবার পিঠ বাঁচাতে জনতার ক্ষোভে


পশ্চিমের মন্ত্র, পশ্চিমের মানবতা
প্রাচ্যের স্বভাব গদ্গদ ভাবালুবতা
সক্ষমতায় জীবনে একবার হলেও
পশ্চিম মুখীতে শেষ আশ্রয়দাতা


প্রতিদিনের সূর্য পশিমে অস্তগত
পশিমের দোহাই দিয়ে খয়রাত হস্তগত
প্রাচ্য কাঁপে পশ্চিমের বারুদে
বুদ্ধিজীবী তড়পায় পশিমাজ্ঞান তালুতে


পশ্চিমের ক্ষমতা ইহকালে, পরকালে
উত্তর দক্ষিন থাকে না দখলে
পূবের সূর্য উদয়
দিক বন্দনায় কারোরই থাকে না বোধদয়


কক্সবাজার
মে ১০, ২০১৯