[আসরে ৪৫০ তম এর মাইলস্টোন ছূয়ে গেলাম]


চাঁদ এবং সূর্য কারোরই
সঙ্গী নেই, সঙ্গী থেকে না
কেবল নক্ষত্ররা দলবেঁধে থাকে
নিস্প্রভ আলোর সম্মেলনে ঝলকানি এক বাঁকে


একাকী চাঁদ মোলায়েম আলো বিলোয়
পৃথিবী বিকার
নরম, মোলায়েম, ক্ষনিকের দৃষ্টি কাড়ে
উপভোগের সমাপ্তিতে একাকীই ফেরে


তেজ্যোদিপ্ত সূর্যের দিনব্যাপী দাপানী
ভয়ে অস্থির
আঁচড় লাগে গায়ে, ট্যান পড়ে
প্রান্তিকতা টের পায় হাড়ে হাড়ে


নক্ষত্রের ক্ষুদ্রতা
দূর আকাশে সামস্টিক একাগ্রতা
বাঁকা চাঁদের হাড় মানা মলিনতা
ছাড়খার করে দেয়া শক্তির বিহ্বলতা


প্রান্তিক অবস্থান, একাকীত্ব
দলবেধে লুটেরাদের চৌকষ অভিনবত্ব
জ্ঞান দক্ষতা ছাড়িয়ে দখলদারিত্ব
কৌনিক প্রান্তে আমরা আক্ষেপরত কিংবা প্রার্থনারত


কক্সবাজার
মে ০৫, ২০১৯