দহনের হিসেব থাকে না
রক্তক্ষরণের হিসেবও মেলে না
নির্ঘুম রাত্রির হিসেব করে না
আমিও করি না
কেবল জানি, প্রেমিকারা প্রাক্তন হয় না
তুমি হিসেব জান, দেবলীনা?


প্রেমিকারা হারায় না
প্রাক্তন ও হয় না
হৃদয়ের গহীনের বাসা ছাড়ে না
ছায়াসঙ্গী হতে ভুল করে না
মুহূর্তের ভুলে যাওয়া ক্ষমা করে না
এ সবই তুমি জান, দেবলীনা


পরাজিত প্রেমিক হেরে যায় না
কাছে-দূরে থাকা তোয়াক্কা করে না
উপভোগের স্বস্তি খোঁজে না
একক জীবনকে ভয় করে না
উপেক্ষিত সময়ের আশ্রয়ে থাকে না
তবুও কেন আমাকে নিয়ে এত সংশয়, দেবলীনা ?


প্রেকিকারা সব পারে না
বাস্তবতা উপেক্ষা করে না
মেনে নিতে দ্বিধা করে না
সহজে সব ভুলে যেতেও পারে না
দ্বিখণ্ডিত জীবনে সুখ পায় না
আমি সবই জানি, দেবলীনা


সময়ের হিসেব কেউ জানে না
তুমি আমি কেউই মহাপরিকল্পনা করি না
চেষ্টার কমতিও করি না
পরাজিত থাকি, হার মানি না
সুখের ভান করি, সুখী থাকি না
ভাল থাকতে ভুল করো না, দেবলীনা


সঠিক প্রেমিকারা কখনোই প্রাক্তন হয় না


কক্সবাজার
মে ১৯, ২০১৯