প্রকাশের অপারগতা
-সরদার আরিফ উদ্দিন


আমি মুখ ফুটে বলতে পারিনি
তুমি আমার, আমি কেবল তোমারই
নানাভাবে প্রকাশ করেছি, কৃপণতা করিনি ।


একা একা কতটা পথ হেঁটেছি আমি
তুমি কষ্ট পাবে বলে তাও বলিনি;
কষ্টগুলো আমারই থাক, তোমার সুখগুলো নষ্টও করিনি;


সারাদিনের ব্যস্ততায়, তোমার কাছে আসিনি
রাতের পাওনা টুকুও বুঝে নেইনি;
তোমার আশেপাশেই থেকেছি,
কেবল মুখ ফুটে কিছু বলতে পারিনি।


একটু একটু করেই তোমার চাওয়া পূরণ করেছি
তুমি ভাল থাকলেই, আমি ভাল থেকেছি;
তোমার কষ্টের ভাগিদারও হয়েছি ।


বোঝার চেষ্টা করেছি তোমার চাওয়া পাওয়া
ক্লান্তিহীন শ্রম দিয়েছি, ভুলে নাওয়া খাওয়া;
ভুল হয়তো হয়েছে,
বুঝতেই পারিনি তোমার সত্যিকারের চাওয়া।


খুব বেশী কিছু দিতে পারিনি হয়তো
দেখাতে পারিনি ভেতরটা , যদিও মন খুব চাইতো;
একা একাই ঘুরেছি, মনটা কেবল বিষণ্ণই থাকতো ।


নিজেকে বোঝাতেই পারলাম না, তোমায়
তুমিও ফিরে তাকালে না, বুঝলে না আমায়;
প্রকাশের অপারগতা, মেনে নিলাম,
সব আমার একারই দায়।
অক্টোবর ০৬.২০১৭