বাঘ হরিণ খেয়ে বেঁচে থাকবে
সিংহের কাছে পরাজিত হবে;
হরিণ পাতা খেয়ে বাঁচবে
বাঘের কাছে নতি স্বীকার করবে।


মানুষ প্রকৃতির অংশ
ক্ষমতার অনলে পুড়ে কেইবা নির্বংশ;
প্রকৃতি অনুগত্যে থাকে পুষ্ট
যে দেবতা যে ফুলে তুষ্ট।


প্রকৃতির ক্ষোভ, প্রতিশোধ, উপহাস
সুনামিতে চূড়ান্ত বহিঃপ্রকাশ;
মানুষ, প্রকৃতির উত্তরাধিকার
শিক্ষা, অশিক্ষা, কুশিক্ষায় নির্বিকার।


হিরোশিমা নাগাশিকায় বর্বরতা
ক্ষমতার সাক্ষী, ক্ষমতার উর্বরতা;
টুইন টাওয়ার হামলা
বিশ্ববাসী দেখলো রাজনৈতিক কৌশলী মামলা।


নিরাকার কিংবা আকার
চারিত্রিক বৈশিষ্ট্যে একাকার;
বুমেরাং প্রতিরোধে প্রতিকার
নয়তো শুধু শুধু হাহাকার ।


অগাস্ট ২৯,২০১৮
মিরপুর, ঢাকা