আচমকাই বদলে গেল সব
বদলে গেল পৃথিবীর আদর
সবই যেন নিঃসীম নিথর


প্রস্তুতি ছাড়াই
দীর্ঘ শ্বাসের ছায়া ঘেষে দিন কাটে
সময়ের আশ সময়ে না মেটে


মানুষের অনেক সীমাবদ্ধতা


সময়কে ফেরাতে পারে না
মৃত্যুকে ঠেকাতে পারে না
সম্পর্কের অর্থ বোঝে না
সময়ের সিদ্ধান্ত সময়ে নিতে পারে না
নিজের চাওয়া গুলো বোঝে না
জীবনের অর্থও পরিস্কার জানে না


তাহলে আর কি? কেবলই যাপিত জীবন?


মিরপুর, ঢাকা
নভেম্বর ১৩,২০২০