নির্দেশনা না পাওয়া অবধি
আসবে না জানি;
তোমার ইচ্ছে অনিচ্ছার দাম নেই, তাও মানি
ক্ষমতার চূড়ান্তে থেকেও, প্রায়োগিক ক্ষমতা একটুখানি ।


তোমার জন্যই
অপেক্ষায় আছি, হঠাৎ করেই উৎকণ্ঠা বোধ করছি
জীবনের প্রতারিত অধ্যায়ে, ঘড়ির কাটা গুনছি
কতটা দ্রুত আসতে পার, সে হিসেব কষছি ।


আগে দৌড়াতে পারতাম
এখন হাঁটলেও ক্লান্ত অনুভব করি
তোমার জন্য অপেক্ষায় মরি
আবার মাঝে মাঝেই পিছুটানে আটকে পড়ি।


তোমার সাথেই যেতে চাই
দূর সীমানায়
একটি প্রশ্ন রাখতে চাই
অসীমতার দেখা পেতে অপেক্ষায় তাই।


নিউটন, আইনস্টাইন অক্ষর জ্ঞানসম্পন্ন শিক্ষিত
কিছুই জানে না;
তুমি নিরক্ষর শিক্ষিত, তাও জান না
প্রতারিত অধ্যায়ের কারিগরের দেখাই মেলে না ।


তোমার জন্যই অপেক্ষা
আজ আসতে পার, নয়তো কাল
প্রয়োজন নেই আরেকটি কুয়াশাচ্ছন্ন সকাল
যথেষ্ট নয় কি, হালকা রঙ ছড়ানো উপভোগের  গোধূলি বিকেল?


সেপ্টেম্বর ১৭, ২০১৮
কক্সবাজার