পৃথিবীতে এমনভাবে কেউ
নিঃস্ব হয় কিনা জানি না;
আমি এখন আর একটুও
কষ্ট পাই না ।


নেই বললে মিথ্যে বলা হবে
আছে বললে ভুল হবে;
নেই এবং আছে
ভুল এবং মিথ্যের, শেষ নেই তবে ।


নিঃস্বতার মাঝে কিছু প্রাপ্তি
জানি না, শান্তির সুবাতাস
নাকি অশান্তির শুরু;
ছাই চাপা আগুনে হৃদয় পুরু ।


নিঃস্বতার গভীরতা
জানা ছিল না;
অজানা সমাপ্তির
প্রশ্নও ছিল না;


আমি কষ্টে থাকা মানুষ দেখি;
দহনে পোড়া, একাকীত্বে থাকা,
দারিদ্র্যে থাকা, অসফলতায় ভোগা.....
সব রকম মানুষ দেখি, শুধু নিঃস্ব মানুষ দেখি না ।


প্রেমে পূর্ণ আমি
ভালবাসায় সফল আমি
অনেকের ঈর্ষার কারন আমি
তারপরও নিঃস্বতায় আমার আমি;


ঈশ্বরের পূর্ণ দানে আমি
ভোগে আমি, উপভোগে আমি
খ্যাতির উচ্চশিখরে আমি
তারপরও নিঃস্বতায় আমি;


প্রথম যেদিন নিঃস্ব আমি
কারনটা শুধু আমি জানি;
আর একজন জানেন
তিনি জেনেও না জানার ভান করেন।


কক্সবাজার
ডিসেম্বর  ০৩, ২০১৮