প্রতিফলিত আলোয়
চাঁদ নিজেকে মায়াবি করে তোলে
বিকেলের নরম রোদ
সূর্য্যের তেজকে হার মানায়


প্রকৃতির লুকানো রহস্য
কিছুটা উন্মোচিত
মানুষ কিছুই শেখে না
দুটো বই পড়ে অহংকার ছাড়ে না


আমার মাথা নত করে দাও...
বিশ্ব কবির বানী
তবুও ভুলুন্ঠিত মানবতা
নানা ইজম আর ধর্মে ধর্মে হানাহানি


প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে
মোরে আরো, আরো দাও প্রান...
অজ্ঞতা আর মূর্খতায় হারায়
জীবনের উষ্ণতার ঘ্রাণ


জুলাই ১০, ২০২১
মিরপুর, ঢাকা