ভালবাসা তো মানুষ কে
স্বাধীন করার কথা
মুক্ত বাতাসে হেসে বেড়াবার কথা
প্রান ভরে নিঃশ্বাস নেবার কথা
জবাবদিহীতার সংস্কৃতি
সংকুচিত থাকার প্রবনতা
লুকিয়ে রাখার মানষিকতা থেকে
মুক্ত থাকার কথা


একে অপরের পছন্দ অপছন্দকে
সম্মান করা
ভালো মন্দকে সহনীয়তায় রাখা
প্রতিনিয়ত সংস্কার করা
সংশোধন করা
পরিমার্জন করা
নিয়মিত জীবন দর্শন চর্চা করা
ভালবাসাকে যত্ন করে পরিচর্যা করা
এমনটাই তো হবার কথা
কিন্তু হয় না কেন?


প্রতিনিয়ত সুন্দর এসে ফিরে যায়
নিজেদের মূর্খতায় হায় হায়
ভাবনাগুলো নিরন্তর ভাবনায় পায়
ভালবাসা লুকোয় লজ্জায়


মিরপুর, ঢাকা
আগস্ট ৩০, ২০২১