অভিমানী সময়গুলো
ছেয়ে যায় ধীরে ধীরে
ভুলে ভরা আচরণের পাখাগুলো
ডানা মেলে একাধারে


অপলক মগ্নতায়
একাকীত্বে
প্রায়শ্চিত্তে
বিচার বিবেচনার চুড়ান্ত নিক্তিতে
অনুভবে তোমাতে


থমকে থাকা মেঘেদের
নীলাকাশ জুড়ে কান্নার বায়না
বুকে চেপে থাকা দূরত্বের ব্যবধানে
শত সহস্র চিরকুটে শেষ হয় না


অদ্ভুত এক প্রায়শ্চিত্তের শিহরণে
প্রাতঃভ্রমনে
সূর্যাস্তের গমনে
নিশ্চয়তাগুলোর অনিশ্চয়তার দহনে
ফিরে ফিরে আসতে চায় মনঃপ্রানে


শব্দমালায় জমে থাকা
হৃদয়ের ব্যাকুলতা
অপেক্ষার প্রহর গুনে
তবুও শেষ হয় না দৈন্যতা


দুরন্ত সকাল পেরিয়ে
আলোর ঝলকানিতে শেষ হয় দুপুর
বিষন্ন বিকেল শেষে
অস্তগামী সূর্যাস্তের আহ্বান
তখন প্রায়শ্চিত্তের শুরু এবং চলমান


চিকচিক করা ভুলের মাস্তুলে
একদিন নয়, আজ হতে প্রতিদিন
আহ্বানের অপেক্ষা
গায়ে জড়িয়ে রাখা তোমার যৌক্তিক উপেক্ষা


নিঃস্বতার সময় উদযাপন
মলিনতায় ঢেকে থাকা আপন ভুবন
গড়িয়ে পড়া জলে সিক্ত নয়ন
তোমাতেই মুক্তির আবেদন
প্রায়শ্চিত্তের শেষ হবে যখন


কক্সবাজার
মে ২৮, ২০১৯