যেখানেই যাই
দিনগুলো সব রাত হয়ে যায়
রাতগুলো একা হয়ে পড়ে
নিজে নিজেই হাসে


ভুল খেয়ালে রাতকেই
দিন ভাবি
ভুল নিয়মে রাতের ওম
দিনের আলোয় খুঁজি


সাজানো বইগুলো তাকে বসে
ধুলোর ঘনত্বে হাসে
নুতন খেয়ালে কবুতরের খোয়ারে
সুখগুলো জড় হয় একপাশে


রাতের উষ্ণতায় নির্ঘুম যাত্রী
মেঠো পথে চলে সুখের বরযাত্রী
আহ্বানগুলোর তীব্র চিৎকার
ফিরে ফিরে আসে, কেবলই অন্ধকার


রঙ তূলিতে আঁকি
সমান্তরাল পথের ধূলি
নুতন নিয়মে জীবনের ক্যানভাসে
এক বিমূর্ত হাসি


কক্সবাজার
জানুয়ারি ২৫, ২০১৯