ইচ্ছে করেই তোমার সাথে
দেখা করি না
ফোন করি না প্রতিদিন
মনের ভেতর তোলপাড় করা কথাগুলো বলি না
ভুল করি?
নিজেকে অপরাধী মনে হয়!!!


কেন তুমি আজ বহুদূর
কেন ভুলগুলো মিশে আছে জীবনে
কেন হিসেবী সময়ের বেহিসেবি ক্ষন
কেন আমি একা
হৃদয়ে ভাঙচুর
নিজেকে অপরাধী মনে হয়!!!


ইচ্ছে করেই প্রায়শ্চিত্ত করি
দহনে দহনে পুড়ি
বিষণ্ণ মনে ঘুরি
অপেক্ষার প্রহর গুনি
ভুল করি?
নিজেকে অপরাধী মনে হয়!!!


চেনা অচেনা পথে
থমকে দাড়াই
হাতে হাত রেখে যুগল
আঁছড়ে পড়া ঢেউয়ে পা ভেজায়
উপভোগ করি, ভুল করি?
নিজেকে অপরাধী মনে হয়!!!


ডায়েরীর পাতায়
প্রতিদিন এত কি লিখি
তোমার ভেজা চোখে জ্যোৎস্না দেখি
অভিমানি ক্যানভাসে তোমারই ছবি আঁকি
বেখায়ালি হিসেবে মগ্ন থাকি
ভুল করি? নিজেকে অপরাধী মনে হয়!!!


একটি ভুলের প্রায়শ্চিত্তে নিজেকে আটকে রাখি, ভুল করি???


অক্টোবর ০৬, ২০১৮
কক্সবাজার