হৃদয় ট্রান্সপ্লান্ট মার্কেটে
হরেক রকম হৃদয় নিলামে উঠেছে
বিজ্ঞানের আবিস্কার
একাধিক হৃদয় সংযোজনের সুযোগ দিয়েছে ।


ক্রেতার গিজগিজ
তিল ধারনের ঠাই নেই
সবাই যুগোপযোগী হৃদয় চায়
যতটা কম মুল্যে পাওয়া যায় ।


নানারকম হৃদয়ের বর্ণনা চলছে
হিসেব নিকেশের গুঞ্জন বাড়ছে
নিখুঁত হৃদয়ের ছবি কল্পনাতে
প্রয়োজনে কিনতে চায় উচ্চমাত্রার মুল্যে ।


একটি হৃদয় ভয়াবহ দুর্ধর্ষ অমানবিক
মানুষের শ্রম চুরি থেকে
ব্যাংক ডাকাতি সবই পারে
মিথ্যে বলতে পারে একনাগাড়ে ।


অন্য হৃদয়টি ভোল পাল্টাতে পারে
অন্যের ঘাড়ে চড়তে পারে
চাপাবাজি, তেজবাজি সবই পারে
ল্যাং মারতে পারে যারে তারে ।


আরও একটি হৃদয় নিলামে উঠেছে
প্রলোভন দেখানোতে দক্ষতা আছে
জাতীয় পুরস্কারও পেয়েছে
রাজনীতির খেলা ভাল বুঝেছে ।


স্বনামধন্য ক্রেতাবর্গের গুঞ্জন গেল থেমে
সবকটি হৃদয় নিমিষেই বিক্রি হল উচ্চ দামে
ভাল রিটার্ন আসবে ভাবনা মনে মনে
সামাজিক মর্যাদায় থাকা যাবে উচ্চাসনে ।


শেষ হৃদয়টি অ-বিক্রীতই থেকেছে
মানবতার গেঁয়ো ভুত গড়িয়ে পরেছে
সত্য বলার ইচ্ছেতে হৃদয়ে পচন ধরেছে
এসব খুত দেখে সবার চোখ কপালে উঠেছে ।


কক্সবাজার
জানুয়ারি ২২, ২০১৯