কেন আচরণ পরিবর্তন করতে হবে
কি আচরণ, তোমায় ক্ষতি করেছে কবে
আচরণ পরিবর্তন করার অধিকার তুমি পেয়েছো যবে
তোমার আচরণ আমায় ক্ষুদ্ধ করেছে, তার কি হবে


ভবিষ্যৎ পোড়া ছাই দিয়ে
আর কত মানবতার পতাকা ওড়াবে
জন্মনাড়ি উপড়ে ফেলে আর কত প্রকল্প বাড়াবে
সাহায্য করতে এসে আর কত শেকড় নাড়াবে


বেঁচে থাকার, বাঁচিয়ে রাখার লাভ ক্ষতি কত
তোমার হিসেবে, আমি কি আমার মতো
আমিতো তোমাকে বিক্রি করি না
তুমি কেন আমায় বিক্রি করো যত্রতত্র


একদিন মুখোশ খুলে ক্যাম্পে আসতে পার
মানবতার ব্যানারে কেন এত মশকরা কর
সব সাহায্য উঠিয়ে নিয়ে একটা জীবন দিতে পার
ক্ষুদ্র ক্ষমতা নিয়ে কেন এত গর্ব কর


আমার সাথে বসে একসাথে খেতে পার
মানবিক হলে এইটুকু ক্ষতি তো পুষিয়ে নিতেই পার
তোমাকে আজ ফিরে যেতে অনুরোধ করতে পারি
আমার প্রশ্নের উত্তর লিখে দিতে করজোড়ে মিনতি করি।


সেপ্টেম্বর ২১, ২০১৮
কক্সবাজার