চারদিকে ধুলোরাশি উড়ে
একাকীত্বের সমারোহ
কেউ একজন
রক্তক্ষরণের দৃশ্য আকে
নিজ ভুবনে;
তখনো প্রত্যাশাহীন সচল সময়।


সবাই সাকো পার হতে পারে না
কেউ কেউ পারে
সমাজের পুণ্যবান সূচকে;
নিজ সূচকে হেরে যায় প্রতিনিয়ত।
নিরুপায় নির্বোধের মতো তাকিয়ে থাকে মৃত্যু অবধি।


স্বপ্নচালিত ঘোড়াগুলো
ক্লান্ত, পরিশ্রান্ত;
মৃত্যুর পূর্বেই স্বর্গের স্বাদ পেতে পারতো;
শকুনগুলো নিজ মনে
যদি যকৃত ছিড়ে ছিড়ে না খেতো।


উর্বর ভূমিসমূহ
চিরকাল মরুভূমিই থেকে গেল;
অদ্ভুত এক অচেনা পাখি
বাধা হয়ে দাড়ালো;
অসম্ভব দীর্ঘ পথ
সেখানে অগনিত মানুষের ঢল।


এবং আমরা কেউ কেউ
তখনো ঘোড়ায় সোওয়ার থাকি;
প্রশ্নবোধক চিনহকে অতিক্রমে
ব্যস্ত থাকি;
কেবল আমি ছাড়া।
আমি তখনো শোকাচ্ছন্ন থাকি।


আগষ্ট ০৬, ২০২২
রাত ১২টা